জমকালো আয়োজনে কালিয়ায় যাত্রা শুরু করল ইসলামী ব্যাংক বাংলাদেশ

- আপডেট সময় : ০৪:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ ১৫০ বার পড়া হয়েছে
বাবর আলী, নড়াইল প্রতিনিধিঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে নড়াইলের কালিয়ায় যাত্রা শুরু করল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উপশাখা।
সোমবার(২৭ডিসেম্বর) দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নড়াইল শাখার ব্যবস্থাপক মোঃখুরশিদুল আলমের সভাপতিত্বে, উদ্বোধনী আলোচনায় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ও যশোর জোন প্রধান, মোঃমাকসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালিয়া পৌর মেয়র মোঃওয়াহিদুজ্জামান (হীরা),কালিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃখালিদ হোসেন,আগামী ইউ টিভি জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃবাবর আলী, কালিয়ার ব্যবসায়ীবৃন্দ, উদ্যোক্তা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে ব্যাংকের সকল কার্যক্রম সহ লেনদেনের সুযোগ-সুবিধা সম্বন্ধে বিশদ আলোচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,কালিয়া পৌর মেয়র,বণিক সমিতির সাধারণ সম্পাদক, কালিয়া মাদ্রাসার মোহতামিম সহ অন্যান্য অতিথিগণ।