ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ ::
খানবাহাদুর আহ্ছানউল্লা’র আদর্শ বাস্তবায়ন তরুনদের উদ্বুদ্ধ করতে হবে নড়াইল-১আসনে আবারো আ’লীগের মনোনয়ন পেলেন বিএম কবিরুল হক মুক্তি খানবাহাদুর আহ্ছানউল্লা ছিলেন বহুমাত্রিকগুনের অধিকারী : অধ্যাপক ড. এম শমসের আলী ফের নৌকার টিকিট পেলেন রাজী মোহাম্মদ ফখরুল পি‌রোজপু‌রে ফেজবু‌কে স্টাটার্স দি‌য়ে অনার্স পড়ুয়া ছা‌ত্রের আত্মহত্যা যেভাবে জানা যাবে এইচএসসির ফল > How to know HSC result নেত্রকোণা -২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুক জনপ্রিয়তার শীর্ষে চাটখিলে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দিনব্যাপী গণসংযোগ করলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহ্ কুতুবউদ্দিন তালুকদার রুয়েল দেশে সকল ধর্মের নাগরিকদের সমান অধিকার রয়েছে –স্থানীয় সরকার মন্ত্রী

করোনা টেস্টের টাকা আত্মসাৎ করে মেডিক্যাল টেকনোলজিস্ট লাপাত্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৫৩ বার পড়া হয়েছে

করোনা টেস্টের টাকা আত্মসাৎ করে মেডিক্যাল টেকনোলজিস্ট লাপাত্তা

দেশের সময়২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদেশ’গামীদের করোনার নমুনা পরীক্ষার প্রায় আড়াই কোটি টাকা আত্মসাৎ করে আত্ম’গোপন করেছেন খুলনা জেনারেল হাসপাতালের মেডিক্যাল টেকনো’লজিস্ট (ল্যাব) প্রকাশ কুমার দাশ। বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ স্বী’কার করেছেন।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, খুলনা জেনারেল হাস’পাতালে বিদেশ’গামীদের করোনার নমুনা পরীক্ষা করা হয়। মেডিক্যাল টেকনো’লজিস্ট প্রকাশ কুমার দাশ নমুনা পরীক্ষার ফি গ্রহণের দায়িত্বে ছিলেন। কিন্তু তিনি দীর্ঘ ১৩ মাস ধরে প্রতিদিন যত’জনের করোনা পরীক্ষা করাতেন তার চেয়ে কম সংখ্যক মানুষের নাম খাতায় লিপি’বদ্ধ করে টাকা আত্মসাৎ করেছেন। এই সময় প্রকাশ দাশ নমুনা পরীক্ষার ফি গ্রহণের যে তালিকা দিতেন সে অনুযায়ী ক্যাশি’য়ার টাকা বুঝে নিতেন।

বিষয়টি সন্দেহ হলে এ ব্যাপারে গত ২২ আগস্ট তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এতে তার প্রতারণার বিষয়টি ধরা পড়ে। সিভিল সার্জন আরও জানান, এ বিষয়ে গত বুধবার তার কাছে হিসাব চাওয়া হয়। বৃহস্পতি’বার তার হিসাব দেওয়ার কথা ছিল। দুপুরে অফি’সে বসে হিসাব করার এক’পর্যায়ে তিনি কাউকে কিছু না জানিয়ে অফিস থেকে চলে যান। এরপর থেকে তিনি আর অফিসে আসেন না। তার বাসায় লোক পাঠিয়েও তাকে পাওয়া যায়নি।

সিভিল সার্জনের মতে, আত্মসাৎ’কৃত টাকার পরি’মাণ প্রায় ২ কোটি ৫৮ লাখ টাকা। এ ব্যাপারে সোমবার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। এ ঘটনায় খুল’না সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

করোনা টেস্টের টাকা আত্মসাৎ করে মেডিক্যাল টেকনোলজিস্ট লাপাত্তা

আপডেট সময় : ০২:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১

বিদেশ’গামীদের করোনার নমুনা পরীক্ষার প্রায় আড়াই কোটি টাকা আত্মসাৎ করে আত্ম’গোপন করেছেন খুলনা জেনারেল হাসপাতালের মেডিক্যাল টেকনো’লজিস্ট (ল্যাব) প্রকাশ কুমার দাশ। বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ স্বী’কার করেছেন।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, খুলনা জেনারেল হাস’পাতালে বিদেশ’গামীদের করোনার নমুনা পরীক্ষা করা হয়। মেডিক্যাল টেকনো’লজিস্ট প্রকাশ কুমার দাশ নমুনা পরীক্ষার ফি গ্রহণের দায়িত্বে ছিলেন। কিন্তু তিনি দীর্ঘ ১৩ মাস ধরে প্রতিদিন যত’জনের করোনা পরীক্ষা করাতেন তার চেয়ে কম সংখ্যক মানুষের নাম খাতায় লিপি’বদ্ধ করে টাকা আত্মসাৎ করেছেন। এই সময় প্রকাশ দাশ নমুনা পরীক্ষার ফি গ্রহণের যে তালিকা দিতেন সে অনুযায়ী ক্যাশি’য়ার টাকা বুঝে নিতেন।

বিষয়টি সন্দেহ হলে এ ব্যাপারে গত ২২ আগস্ট তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এতে তার প্রতারণার বিষয়টি ধরা পড়ে। সিভিল সার্জন আরও জানান, এ বিষয়ে গত বুধবার তার কাছে হিসাব চাওয়া হয়। বৃহস্পতি’বার তার হিসাব দেওয়ার কথা ছিল। দুপুরে অফি’সে বসে হিসাব করার এক’পর্যায়ে তিনি কাউকে কিছু না জানিয়ে অফিস থেকে চলে যান। এরপর থেকে তিনি আর অফিসে আসেন না। তার বাসায় লোক পাঠিয়েও তাকে পাওয়া যায়নি।

সিভিল সার্জনের মতে, আত্মসাৎ’কৃত টাকার পরি’মাণ প্রায় ২ কোটি ৫৮ লাখ টাকা। এ ব্যাপারে সোমবার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। এ ঘটনায় খুল’না সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।