নাটোরে এমপির গাড়ি পুড়িয়ে দেয়ার নির্দেশে থানায় জিডি-প্রতিবাদে মানববন্ধন

- আপডেট সময় : ১২:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১ ১৬৭ বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধিঃ এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরোধে নাটোরের বড়াইগ্রামে উত্তপ্ত হয়ে উঠছে আওয়ামী রাজনীতির মাঠ।৩০ সেপ্টেম্বর স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুসের গাড়ি পুড়িয়ে দিতে নিজ সমর্থকদের নির্দেশ দিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এমন একটি তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়ার পর এমপির পক্ষ থেকে তৃণমুলের আওয়ামী লীগ নেতা সারোয়ার উদ্দিন মোল্লা বাদি হয়ে ২ অক্টোবর উপজেলা চেয়ারম্যান ডা.পাটোয়ারীর বিরুদ্ধে থানায় জিডি করেন।
দায়ের করা জিডি প্রত্যাহারের দাবিতে সোমবার বিকাল সাড়ে ৩টায় চেয়ারম্যান সমর্থকরা উপজেলার দিয়ারগারফা বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় তারা আংশিক ভিডিও প্রচার করে মিথ্যা প্রচারণার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জিডি প্রত্যাহারের দাবি জানিয়ে এমপি আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে নানা অভিযোগ করেন।