সর্বশেষ ::
পিরোজপুর-২ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী খান কবির হোসেনের ব্যাপক গণসংযোগ

সৈয়দ বশির আহমেদ, পিরোজপুর।
- আপডেট সময় : ০৮:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (নেছারাবাদ-কাউখালী ও ভান্ডারিয়া) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কৃতি সন্তান, খুলনা সদর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুব নেতা এবং খুলনাস্থ পিরোজপুর জেলা কল্যাণ সমিতির সংগ্রামী সভাপতি আলহাজ্ব খান মোঃ কবির হোসেন কাউখালীতে ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি গত তিনদিন ধরে আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জণগনের সাথে গণসংযোগ করেন। এসময় তিনি সরকারের উন্নয়নের লিফলেট জনসাধারণের মাঝে বিতরন করেন।
মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা খান মোঃ কবির হোসেন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বির্নিমানের ধারাকে অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।