প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাস্তায় স্কুল’ছাত্রীকে মারধর

- আপডেট সময় : ১০:০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১ ২১০ বার পড়া হয়েছে
চরফ্যাশনের দুলারহাট থানার চর নুরুল আমিন মাধ্যমিক বিদ্য’লয়ের এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ৩ বখাটে যুবক মামুন, রাব্বী এবং শাহীনের বিরুদ্ধে। মঙ্গল’বার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ মারধরের ঘটনা ঘটে।
বখাটে যুবক রাব্বির প্রেমের প্রস্তাব প্রত্যা’খ্যান করায় এ মারধরের ঘটনা ঘটেছে বলে ছাত্রীর সহপাঠীদের সূত্রে জানা গেছে।
নীলকমল ইউনিয়নে’র ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাবুদ্দিনের ছেলে বখাটে মামুন এবং একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বেল্লাল হোসেনর ভাগ্নে বখাটে শাহীন এবং রাব্বির পরিবার প্রভাব’শালী হওয়ায় ঘটনাটি স্থানীয়ভাবে সমঝোতার জন্য ওই ছাত্রীর পরিবারকে চাপ দেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সহ’পাঠীরা জানান, মামুন ,রাব্বি, শাহীন তিনজন বন্ধু। বখাটে রাব্বি তাদের সহ’পাঠী ছাত্রীকে অনেক দিন যাবত প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। তার প্রস্তাবে সাড়া না পেয়ে সোম’বার স্কুল থেকে বাড়ি ফেরার পথে তারা বাইক চালিয়ে তার গায়ে লাগিয়ে দেয়। তাৎক্ষ’ণিক ছাত্রী ঘটনার প্রতিবাদ করেন। এ সময় বখাটে তিন যুবক মামুন, রাব্বি ও শাহীন তাকে দেখে নেও’য়ার হুমকি দেন।
মঙ্গল’বার সহপাঠীদের নিয়ে ওই ছাত্রী বাড়ি ফেরার পথে তাকে পথ আটকে ওই বখাটে তিন যুবক চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন। ঘটনার পরপরই তারা ঘটনাটি বিদ্যাল’য়ের প্রধান শিক্ষককে জানিয়ে বাড়ি ফিরে আসেন।
চর নুরুল আমিন মাধ্যমিক বিদ্যা’লয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, সোম’বার ছাত্রী বাড়ি থেকে স্কুলে আসার পথে ওই তিন যুবক একটি বাইক চালিয়ে ছাত্রীর গায়ে লাগিয়ে দেয়।
এ সময় ছাত্রী ওই ঘটনার প্রতিবাদ করলে বখাটে যুবকরা দেখে নেও’য়ার হুমকি দেয়। মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় তিন যুবক মামুন, রাব্বি এবং শাহীন এসএসসি পরীক্ষা’র্থী ছাত্রীকে পথে আটকে মারধর করেছেন বলে স্কুলে এসে আক্রান্ত ছাত্রী তাকে ঘটনার বর্ণনা দিয়েছে। সোমবা’রের তর্কের ঘটনার ধারা’বাহিকতায় মঙ্গলবারের ঘটনা ঘটেছে।
প্রধান শিক্ষক আরও জানান, ওই ছাত্রীর বর্ণনা অনুযায়ী তিনি বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান আলমগীর হাওলাদার’কে জানিয়েছেন।
ঘটনার পরপরই অভি’যুক্তরা গা-ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি। তবে বখাটে মামুনের বাবা ইউপি সদস্য শাহা’বুদ্দিন জানান, ওই ছাত্রী ও তারা পরস্পর আত্মীয়। তার ছেলের সঙ্গে ওই ছাত্রীর কথা’কাটাকাটি হয়েছে।
ম্যানেজিং কমিটির সভাপতি নীল’কমল ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদার জানান, ঘটনা সত্য এবং বিষয়টি স্থানীয়ভাবে ও আইনগত ভাবে নিষ্পত্তির চেষ্টা করছি।
দুলারহাট থানার ওসি (তদন্ত) মো. আলা’উদ্দিন জানান, এ ঘটনার কোনো সংবাদ পাইনি। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আল নোমান জানান, ঘটনাটি এখনো কেউ আমাকে জানা’য়নি। তবে ছাত্রীর পরিবারের অভিযোগ পেলে আইন’গত ব্যবস্থা নেওয়া হবে।