বিয়ের প্রলোভনে বাঁশঝাড়ে নিয়ে তরুণীকে ধর্ষণ

- আপডেট সময় : ০৭:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১ ১৭৭ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্টঃ ভোলার মনপুরায় বিয়ের কথা বলে বাঁশঝাড়ে নিয়ে তরুণীকে জোর’পূর্বক ধর্ষণের অভিযোগে মো. ফিরোজ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ওই তরুণী’কে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন মনপুরা থানার অফিসার ইন’চার্জ (ওসি) সাইদ আহমেদ।
এর আগে সোম’বার দুপুর ২টায় ওই তরুণী নিজে বাদী হয়ে মনপুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে ওই দিন বিকাল ৪টায় তরুণীকে ধর্ষণের মামলায় পুলিশ হাজীর’হাট ইউনিয়নের চরযতিন গ্রামের নিজ বাড়ি থেকে ওই যুবককে আটক করে।
রোববার রাত ৮টায় হাজীর’হাট ইউনিয়নের চরযতিন গ্রামে ওই তরুণীর বাড়ির পাশে বাঁশঝাড়ের ঝোপে এ ধর্ষণের ঘটনা ঘটে।
আটক ফিরোজ উপজেলার হাজীর’হাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মো. ইউনুচের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের কথা বলে রোব’বার রাত ৮টায় ওই তরুণীকে বাড়ির পাশের বাঁশ’ঝাড়ে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে মো. ফিরোজ। এ ঘটনায় ওই তরুণী সোমবার সকালে থানায় মামলা করেন।
পরে ওই দিন বিকালে পুলিশ ওই যুবককে হাজীর’হাট ইউনিয়নের চরযতিন গ্রামের নিজ বাড়িতে থেকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে ধর্ষণের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা হাস’পাতালে নেওয়া হয়।
এদিকে সোমবার আটক যুবককে আদালতের মাধ্যমে জেল’হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শ্রীকান্ত।
এ ব্যাপারে মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, ধর্ষণের অভিযোগে আটক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার ওই তরুণী’কে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।