ভোলায় গৃহবধূ আলো বেগমের মামলায় অতিষ্ঠ প্রবাসীর পরিবার

- আপডেট সময় : ১২:৫৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২ ১৪৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ ভোলার দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য জয়নগর গ্রামের প্রবাসী মোঃ সবুজের স্ত্রী আলো বেগমের একের পর এক মামলায় হয়রানী অতিষ্ঠ প্রবাসী স্বামী ও তার বৃদ্ধ পিতা-মাতাসহ পরিবারের সদস্যরা।
প্রবাসী সবুজের পিতা মোঃ হানিফ ব্যাপরী অভিযোগ করে জানান, তার ছেলে মোঃ সবুজ র্দীঘ দিন ধরে প্রবাসে চাকুরি করে জীর্বিকা পরিচালনা করে আসছে। প্রায় ১৫/১৬ বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে শরিয়তপুর জেলার জেলার জাজিরা থানায় আলো বেগমের সাথে বিয়ে হয়।
বিয়ের পর বেশ কয়েক বছর ভালো ভাবেই সব ঠিকমত চলছিল। কিন্তু সাম্প্রতিককালে পুত্রবধূ আলো বেগম পরোকীয় সম্পর্কে জড়িয়ে তার ছেলে মোঃ সবুজের লাখ লাখ টাকা আত্মস্বার্থ করেন। বিষয়টি টের পেয়ে তারা বাঁধা দিলে আলো বেগম তার প্রতি ক্ষিপ্ত হয়ে মারধোর করেন।
এ বিষয়ে বেশ কয়েকবার শালিশ মিমাংশায় বসলেও কোন সমাধান মানতে রাজি হয়নি আলো বেগম। এরপর বেশ কয়েকমাস আগে আলো বেগম তাকে বিষপান করে হত্যার চেষ্টাও করেন। কিন্তু স্থানীয়দের সহযোগীতায় তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে আসেন।
তিনি আরো জানান, তার পুত্রবধূ আলো বেগমের পরোকীয়া বাঁধা দেওয়ার তার ছোট দুই ছেলে মোঃ সজিব ও মিজানুর রহমানসহ বাড়ির ও আশ পার্শের কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। এ অবস্থায় তিনি অহসায় হয়ে মানবিক জীবন কাটাচ্ছেন। তবে অভিযোগ অস্বীকার করে গৃহবধূ আলো বেগম জানান, আমি তিন সন্তানের জননী।
কোন পরকীয়ার সাথে তিনি জড়িত নই। আমার শ্বশুড় বাড়ির লোকজন আমাকে তারানোর জন্য এই মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করছে। আমি স্বর্য্য করতে না পেরে হয়ে মামলা করেছি।