ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয় ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৮:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১ ১৫৩ বার পড়া হয়েছে
ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয় ভাংচুরের প্রতিবাদে বুধবার (০৬,অক্টোবর) সকাল ১০ টার দিকে শহরের আমতালা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত জানানো হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সরদার এনামুল হক এলিন এতে লিখিত বক্তব্য তুলে ধরেন।
লিখিত বক্তব্যে এনামুল হক এলিন বলেন, আমাদের বিএনপির আমতলা প্রধান কার্যালয় ভাংচুর করেছে আওয়ামী ছাত্রলীগ।
২০২০ইং সন হইতে এ কার্যালয়ে জেলার দলীয় প্রধান কার্যালয় হিসাবে সকল কর্মসূচি পালন করা হচ্ছে। গত ৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আওয়ামী ছাত্রলীগ জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে ১৫/২০ টি মটরসাইকেলে এসে আমাদের কার্যালয় ভাংচুর
করে। এসময় অফিসের সাটার, থাই গ্লাসের জানালা ও সাইনবোর্ড ভাংচুর করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদ সম্মেলনে এই হামলা, তান্ডব, ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের চিহ্নিত করতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নূরুল আলম গিয়াস, সাবেক সহসভাপতি অগেদুল ইসলাম বাদল, যুবলীগ নেতা রবিউল হোসেন তুহিন, কামাল মল্লিক, যুবদলের আহ্বায়ক মোঃ জাহিদ হোসেন, রিয়াজ মুন্সি, ছাত্রদল নেতা কেশব সুমন, রেজাউল হক আজিমসহ আরো অনেকে।