ফেনীতে মন্দির-দোকানে হামলা, দুই মামলা’য় আসামি ৪০০

- আপডেট সময় : ০১:৩৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
শনিবার রাতে ফেনীতে চারটি মন্দির ও ১৫টি দোকানপাটে হামলা লুট-পাটের ঘটনায় মডেল থানায় রোববার রাতে দুটি মামলা হয়েছে। ফেনী মডেল থানার দুজন উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলা দুটি করেন।
একটি মামলায় ২০০ থেকে ২৫০ জন এবং অপর একটি মামলায় ১০০ থেকে ১৫০ অজ্ঞাত’নামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। বিকাল পর্যন্ত কাউকে গ্রে’ফতার করা হয়নি। এদিকে শনিবারের ঘটনার পর আতঙ্কে আছেন ফেনী জেলার হিন্দু সম্প্রদায়ে’র লোকজন।
ফেনী শহরের মন্দির’গুলোতে পুলিশের পাহারা রয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের টহল। শহরের বড় বাজারের কালী’মন্দির ও শহর’তলির ফেনী-সোনাগাজী সড়কের কালীপাল গাজীগঞ্জ মহাপ্রভুর আশ্রম ও দুর্গা’মন্দিরে পড়ে আছে ধ্বংস চিহ্ন।
শহরের ট্রাংক রোড ও তাকিয়া রোডের মোড়ে শ্রীশ্রী কালী-মন্দিরের সামনে পুলিশের পাহারা রয়েছে। ফেনীর বড় বাজারের কালীমন্দির, জগন্নাতবাড়ী মন্দির, বাঁশপাড়া মন্দিরসহ সব মন্দিরে’র সামনেই পুলিশের পাহারা বসানো হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন বলেন, শনি-বারের ঘটনায় করা দুই মামলায় প্রায় ৪০০ অজ্ঞাত’নামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখনো কাউকে গ্রেফতা’র করা যায়নি। সিসি ক্যামেরা’র ফুটেজ দেখে আসামি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।