হাতিয়া বিট পুলিশিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ

- আপডেট সময় : ০৪:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
উত্তম সাহা, হাতিয়া প্রতিনিধিঃ পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অনুষ্ঠিত হলো সম্প্রীতি সমাবেশ। ইমাম, ইউপি সদস্য, রাজনৈতিক কর্মী ও হিন্দু সম্প্রদায়ের পুরোহিতদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই সমাবেশ।
আজ রবিবার সকালে নোয়াখালী হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিট পুলিশিং এই সমাবেশের আয়োজন করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু বিনয় ভূষণ, বাবুলাল, উপজেলা পূজা উদযাপন কমিঠির সভাপতি কৃষ্ম চন্দ্র মজুমদার, মফিজিয়া জামে মসজিদের ইমাম মাওলানা এনায়েত উল্যা, উপজেলা আওয়ামী লীগ সদস্য নাইম উদ্দিন আহম্মেদ, চরকিং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামছুদ্দিন ইউপি সদস্য সুবেন্দ্র দাস বাদল, ইউপি সদস্য হাতিয়া শ্রমিকলীগের সভাপতি আল আমিন।
বক্তরা তাদের বক্তব্যে ১৩ অক্টোবর হাতিয়াতে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। স্বাধীনতার পর থেকে হাতিয়াতে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে তা বজায় রাখার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
এব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, হাতিয়াতে সাম্প্রদিয়াক সহিংসতার ঘটনায় ১০টি মামলা হয়েছে। এই পর্যন্ত ঘটনার সাথে জড়িত থাকা ২৫জনকে আটক করা হয়েছে।
আরো বলেন ঘটনার সাথে জড়িতদের কেউ ছাড় পাবেনা, মিছিলের ফুটেজ দেখে ঘটানার সাথে জড়িতদেরকে ধরে আইনের আওতায় আনা হবে।
অন্যদিকে এই ঘটনাটি কেন ঘটানো হলো সে বিষয়ে বিট এরপুলিশিং এর মাধ্যমে জনগনকে সচেতন করতে বিভিন্ন ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ করা হচ্ছে।