রাজনীতিতে দেশে-বিদেশে সমানতালে জনপ্রিয় লক্ষ্মীপুরের মঞ্জুরুল আলম

- আপডেট সময় : ০৫:১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১ ১৪০ বার পড়া হয়েছে
মেহেদী হাসান মাছুম, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ কুয়েত বিএনপির রাজনীতিতে প্রসিদ্ধ ও পরিচ্ছন্ন নেতা হিসেবে পরিচিত কাজী মঞ্জুরুল আলম। নিজ জেলা লক্ষ্মীপুরে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মাঝে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। দীর্ঘদিন কুয়েত বিএনপির নেতৃত্ব দিয়েছেন তিনি, কুয়েত বিএনপির নেতৃত্ব থেকে একধরণের অবসর নেয়ার পর থেকেই জেলা বিএনপি ও রায়পুরের নেতাকর্মীদের অধিকাংশই তাকে নিয়ে ভাবছেন।
তারা চাইছেন মঞ্জুরুল আলমের মত পরিচ্ছন্ন নেতা জেলার নেতৃত্বে বা জনপ্রতিনিধিত্বের কাতারে আসুক, এতে স্থানিয় ভাবে দল আবারও প্রানচাঞ্চল্যতা পিরেপাবে, এমন দাবি করেন স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ। দীর্ঘ সময় কুয়েত বিএনপির নেতৃত্ব দিয়েছেন ইঞ্জিনিয়ার কাজী মঞ্জরুল আলম।
কখনো সাধারন সম্পাদক, এখনো আহবায়ক কমিটির সদস্য । সচ্ছল নেতৃত্বের কারণে; দেশের বিভিন্ন স্থান থেকে যাওয়া বিএনপি সমর্থিত প্রবাসী নেতাকর্মীদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেন তিনি। ফলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় মঞ্জুরুল আলমের কর্মী- সমর্থক ও বক্তের বিস্তার ঘটতে। কুয়েত প্রবাসী মালেক জানান, আমরা মঞ্জু ভাইকে রায়পুরে জনপ্রতিনিধিরকাতারে বা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে নেতৃত্বের সম্মানিত আসনে দেখতে চাই।
এ বিষয়ে মঞ্জুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘ সময় প্রবাসে রাজনীতি করেছি, ভেবেছিলাম আর সক্রিয় রাজনীতি করব না, মনে হচ্ছে রাজনীতি রক্তের সাথে মিশে গেছে, তাই নেতাকর্মীদের খোঁজ খবর রাখার চেষ্টা করি। দল যদি মাঠপর্যায়ের অবস্থান বিবেচনা কোরে আমাকে সুযোগ দেয়, তবে জনসেবা করার ইচ্চা রয়েছে।