সর্বশেষ ::
পেকুয়া থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজারঃ কক্সবাজারের পেকুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রধারী দুই সন্ত্রাসী গ্রেফতার করেছে।
২১ নভেম্বর রবিবার রাত অনুমান ৮ টার সময় পেকুয়া চৌমুহনী মোড় মসজিদ মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সত্যতা নিশ্চয়ই করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. আলী তিনি জানান, পেকুয়া থানা পুলিশের একটি চৌকষ টিম বিশেষ অভিযান চালিয়ে পেকুয়া চৌমুহনী মোড় মসজিদ মার্কেট এলাকা থেকে দেশীয় তৈরি অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড পাহাড়িয়াখালীর জয়নাল আবেদিনের ছেলে মো. মিজানুর রহমান (২১) ও শীলখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড কাচারিমোড়ার আবুল বশরের মোঃ মোর্শেদ (২০)।
গ্রেফতারকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি মো. আলী ।