হাতিয়ায় ক্ষতিগ্রস্থ মন্দির পরিদর্শন করেছেন স্থানীয় এমপি আয়েশা ফেরদাউস

- আপডেট সময় : ০৫:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ ১৬৫ বার পড়া হয়েছে
উত্তম সাহাঃ সম্প্রতি শারদীয় দুর্গাপূজার সময় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় সন্ত্রাসীদের হামলায় ১০টি মন্দির ও পূজামন্ডপ ক্ষতিগ্রস্থ হয়। গতকাল শনিবার হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি তিনবারের সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলী, স্থানীয় এমপি আয়েশা ফেরদাউস ক্ষতিগ্রস্থ মন্দির ও পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এসময় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ হাতিয়া উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার, সহ-সভাপতি দেব দুলাল সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, হাতিয়া উপজেলা শাখার সভাপতি প্রভাষক গোপী মজুমদার কনক, সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা সহ বিভিন্ন হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্দির পরিদর্শনকালীন সাবেক এমপি মোহাম্মদ আলী ও স্থানীয় এমপি আয়েশা আলী ক্ষতিগ্রস্থ মন্দির সমূহের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করে পুনঃ নির্মাণের আশ্বাস প্রদান করেছেন এবং দোষী ব্যক্তিদেরকে আইনের আওয়াতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করবেন বলে সংশ্লিষ্ট কমিটিকে আশ্বস্ত করেন।
উল্লেখ্য ইতোমধ্যে সরকার হাতিয়ার ১০টি পূজা মন্ডপের প্রতিটির জন্য ১ টন চাল ও নগদ ২৫ হাজার টাকা করে প্রদান করেন।