হাতিয়ায় ৭শত কেজি জাটকা ইলিশ জব্দ

- আপডেট সময় : ০৩:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২ ১৪৪ বার পড়া হয়েছে
উত্তম সাহা, হাতিয়া প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভায় অভিযান চালিয়ে ৭০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। এসময় টমটমের দুই চালককে আটক করা হয়। পরে আটককৃতদের কাছ থেকে মুছলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা এসব মাছ মঙ্গলবার সকালে এতিমখানা ও নিন্ম আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়।
এর আগেসোমবার সন্ধ্যার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের ওছখালি ব্রিকফিল্ড এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়। জুড়ি করা এসব মাছ ব্যবসায়ীরা মোকামে পাঠানোর জন্য নলচিরা ঘাটে নিয়ে যাচ্ছিল। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বিসিজি স্টেশান হাতিয়ার একটি দল ওছখালি এলাকায় অভিযান চালায়।
এসময় জাহাজমারা-নলচিরা প্রধান সড়কে ব্রিকফিল্ড বাজার এলাকায় দুটি টমটমের গতিরোধ করা হয়। পরে ওই গাড়ীগুলোতে থাকা ঝুড়িতে রাখা অবস্থায় প্রায় ৭০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। রাতে জব্দ করা মাছ গুলো কোষ্টগার্ডের তমরদ্দি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শাহজাহান ও উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাসের উপস্থিতিতে মাছগুলো স্থানীয় এতিমখানা ও গরিব ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়। জব্দ করা মাছ গুলোর বাজার মূল্য প্রায় ২লাখ ৪৫হাজার টাকা হবে।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) এম হারুন কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, কোষ্টগার্ডের নিয়মিত টহলের অংশ এটি। কোষ্টগার্ড জাটকা অভিযান সহ উপক্থলের আইন শৃংখলা রক্ষায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।