কুতুবদিয়ায় অছাত্রদের নিয়ে ‘ছাত্রদল’ কমিটি গঠন : তৃণমূলে ক্ষোভ

- আপডেট সময় : ০২:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২ ২০৫ বার পড়া হয়েছে
শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজারঃ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় বিবাহিত ও অছাত্রদের নিয়ে ছাত্রদল এর বিভিন্ন ইউনিটের কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে তৃণমূলে ক্ষোভ আর হতাশা বিরাজ করছে।
অপরদিকে, কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নে কমিটি গঠনে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ করেন বিভিন্ন আন্দোলনে সংগ্রামে মাঠে থাকা ছাত্রদলের ত্যাগি নেতারা।
এছাড়াও কয়েকটি ইউনিয়নে আর্থিক লেনদেনের মাধ্যমে ভূঁয়া সার্টিফিকেট দিয়ে পকেট কমিটি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ইতোমধ্যে দেখা দিয়েছে গঠনতন্ত্র ভেঙ্গে যাচ্ছে টাকার কাছে (পকেট কমিটি)। আর এই পকেট কমিটিতে হাত আছে দলটির উপজেলার শীর্ষ স্থায়ি কিছু রাঘব বোয়ালদের,এই বলে দাবী করেন তৃর্ণমূল পর্যায়ের ত্যাগী ছাত্রদল কর্মীরা।
অপরদিকে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই অনিয়ম থাকায় অন্যান্য ইউনিয়ন কমিটি গুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। কমিটিতে স্থান পেয়েছেন, গাড়ির হেলপার,চায়ের দোকানের কর্মচারী, ছাত্রলীগের কর্মী। কমিটি গঠনে অনিয়মের অভিযোগ ওঠায় বিএনপির জ্যেষ্ঠ নেতারাও বিব্রত হয়ে পড়েছেন।
জানা গেছে, প্রায় দেড় যুগ পর গত ২৭ জানুয়ারি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত ইউনিয়ন ও স্কুলসহ ১০টি কমিটি অনুমোদন দেন।
এরপর থেকেই ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে। উপজেলার দুইজন সাবেক ছাত্রদল নেতার যোগসাজশে আহ্বায়ক ও সদস্য সচিব অনিয়মের মাধ্যমে কমিটি গঠন করেছেন বলে জানান ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা।
এসব অনিয়মের বিষয়ে কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন তৃণমূল ছাত্রদল নেতারা। উত্তর ধূরুং ইউনিয়ন ছাত্রদলের নেতা কায়কোবাদ সিকদার জানান,জিয়াউল হককে ছাত্রদলের সভাপতি করা হয়েছে, তিনি বিবাহিত ও অছাত্র। তার ছোট ভাই ছাত্রলীগ নেতার নাম ও সার্টিফিকেট দিয়ে কমিটি নিয়েছেন টাকার বিনিময়ে।
উত্তর ধূরুং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের আপন বড় ভাই একই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এ নিয়ে এই ইউনিয়নে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উপজেলা ছাত্রদল নেতা রিয়াদ মাহামুদ তানভীর বলেন আলী আকবর ডেইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনে অছাত্র তাদের কোন সার্টিফিকেট নেই, ভূয়া সার্টিফিকেট দিয়ে টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে।
দলের ত্যাগীদের বাদ দিয়ে এই কমিটি করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মৌলভী মুকারম কুতুবী সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।
সদস্য সচিব আবদুল্লাহ আল মান্নান উত্তর ধূরুং ইউনিয়ন সভাপতি ও আলী আকবর ডেইল ইউনিয়ন সভাপতি বিষয়টি এডিয়ে গেলেও আলী আকবর ডেইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের সার্টিফিকেট আছে বলে দাবী করেন।
কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোছাইন রিপনের কাছে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি, গাড়ীতে থাকায় পরে সাথে মুঠোফোনে কথা বলবেন বলে সংযোগ কেটে দেন।
কক্সবাজার জেলায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে, ভূয়া সার্টিফিকেটের বিষয়টি প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।