কক্সবাজারে বন্ধুর মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছে বন্ধু!

- আপডেট সময় : ১১:০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২ ১৬৪ বার পড়া হয়েছে
শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজারঃ কক্সবাজারে আরমান সিদ্দিকী নামের এক কলেজ ছাত্রের মৃত্যুর পর হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে গেছে তার বন্ধু মোশাররফ হোসেন। নিহত আরমান সিদ্দিকী কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ঘোনার পাড়া এলাকার সৌদি প্রবাসী বেলাল উদ্দিনের ছেলে।
সে রামু ক্যান্টেনমেন্ট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। পুুলিশ ও হাসপাতাল সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে মুমুর্ষ অবস্থায় কলেজ ছাত্র আরমান সিদ্দিকীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করান তার বন্ধু মোশাররফ হোসেন। তখন বন্ধু চিকিৎসকদের কাছে দাবি করেছিল আরমান ‘কারপিন’ লেখা একটি বোতলে থাকা পানীয় পান করেছেন। তারপর রাস্তায় পড়ে যান।
পরে স্থানীয়দের সহযোগীতায় তিনি তাকে হাসপাতালে আনেন। কিন্তু মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় আরমান সিদ্দিকী মারা যান। বন্ধুর লাশ হাসপাতালে রেখে বুধবার সকালে চট্টগ্রাম পালিয়ে যায় বন্ধু মোশাররফ হোসেন। মৃত্যুও রহস্য উম্মোচনে পুলিশের কাছে সঠিক তদন্ত দাবি করেছে নিহতের পরিবার।
নিহতের মামা জমির উদ্দিন জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে এসে আরমানের মরদেহ পাই। কারপিন খেয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছিল চট্টগ্রামে পালিয়ে যাওয়া বন্ধু মোশাররফ। সে খুরুশকুল ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার এলাকার আবু সুফিয়ানের ছেলে।
তার দোষ না থাকলে সে পালিয়ে গেছে কেনো? তাই তাকে আটক করে হত্যাকান্ডের রহস্য উদঘাটনের দাবী জানান জমির। পালিয়ে যাওয়া বন্ধু মোশাররফ হোসেন জানান, কারপিন খেয়ে তার বন্ধু মারা গেছে। চট্টগ্রামে জরুরী কাজ থাকায় তিনি চলে গেছেন।
এর বাইরে কিছু হয়নি বলে দাবি করেন মোশাররফ। কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো.সেলিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।