কক্সবাজারে বর্নাঢ্য আয়োজনে বিশ্ব স্বাস্থ্য বিদস উদযাপিত

- আপডেট সময় : ০১:১৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২ ১৬০ বার পড়া হয়েছে
শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজারঃ ”সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য” বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষ্যে কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ৭ এপ্রিল সকালে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি নার্সিং ইন্সটিটিউট হতে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে জেলা ইপিআই ষ্টোরে এসে শেষ হয়।
কক্সবাজার সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান এর নেতৃতে উক্ত র্যালীতে জেলা স্বাস্থ্য বিভাগের সর্বস্থরের কর্মকর্তা কর্মচারী সহ সদর হাসপাতাল ও নার্সিং ট্রেনিং ইন্সটিটিউট এর পাশাপাশি জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারী সংস্থা অংশগ্রহন করেন।
“সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য” প্রতিপাদ্য নিয়ে র্যালী পরবর্তী এক আলোচনা সভা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী আহসান এর সভাপতিত্বে জেলা ইপিআই ষ্টোর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা বাবু উচাপ্রু র্মামার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বক্ষব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মহিউদ্দিন মোঃ আলমগির, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাঃ প্রত্যয় বড়ুয়া, এফপিএবি’র জেলা কর্মকর্তা জনাব মোঃ ইকবাল, বেসরকারী সংস্থা আইপাস প্রতিনিধি জনাব আসলাম সিদ্দিকী, বাইতুশ শরফ এর প্রতিনিধি শহিদউদ্দিন মাহমুদ ও নার্সিং ইন্সটিটিউট ইন্সট্রাকটর বাবু দীলিপ কুমার নাথ।