সর্বশেষ ::
কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে
শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজারঃ কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক সাইফুলের লাশ উদ্ধার করা হয়েছে ।
সোমবার দুপুরে সৈকতের হিমছড়ি পয়েন্টে সাইফুলের লাশ ভেসে আসে। এসময় লাইফগার্ডের কর্মীরা মরদেহটি উদ্ধার করে তার স্বজনদের খবর দেয়।গত রবিবার দুপুরে সাগরে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যায়।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুত্রে জানা গেছে,রবিবার ১০ অক্টোবর দুপুরে সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে একদল পর্যটক গোসলে নামেন। সেখান থেকে ৫ জন পর্যটক স্রোতের টানে ভেসে যায়। ওই সময় ৪ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লাইফ গার্ড কর্মীরা। তবে সেই সময় নিখোঁজ ছিল পর্যটক সাইফুল।
নিহত সাইফুল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাসিন্দা। মরদেহটি ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।