কুমিল্লার ঘটনায় যারাই জড়িত, কাউকেই ছাড় দেয়া হবে না ; শেখ ফজলে নাঈম

- আপডেট সময় : ০৪:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ১৮৬ বার পড়া হয়েছে
এহসানুল হক রিপনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নেই।
যারা ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের রাজপথেই প্রতিরোধ করবে যুবলীগ। যুবলীগের কোন কমিটিতে মাদকাসক্ত, সন্ত্রাস-চাঁদাবাজের কোনো প্রকার ঠাঁই হবে না। শনিবার ২৩ অক্টোবর বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, কুমিল্লার ঘটনায় যারাই জড়িত, কাউকেই ছাড় দেয়া হবে না। এই বাংলাদেশকে হিন্দু, মুসলিম সকলে মিলেমিশেই স্বাধীন করেছেন। এখানে কোনো সাম্প্রদায়িকতার ঠাঁই হবে না। সকল ধর্মের মানুষই এদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।
বর্ধিতসভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শাহানুর ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি সহ-সম্পাদক আলামীনুল হক আলামিন, কেন্দ্রীয় নিবার্হী কমিটি অন্যতম সদস্য মো. মুজিবুর রহমান, সদস্য আশিকুল ইসলাম, নাজিম উদ্দিন, এইচ, এম আলামিন আহাম্মেদ, শিরিন শিলা প্রমুখ।
বর্ধিতসভায় সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার প্রমুখ।