আদালতের আদেশ অমান্য করে বালি দিয়ে ভরাট করছে বিবাদী এমদাদুল হক

- আপডেট সময় : ০৫:৩৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১ ১৫০ বার পড়া হয়েছে
এহসানুল হক রিপনঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে আদালতের অস্হায়ী নিষেধাজ্ঞা থাকার পরও আদালতকে বৃদ্বাঙ্গুলী প্রদর্শন করে সুহিলপুর মৌজার সাবেক ৯৫৫ দাগে ৫১ শতক ভুমির আন্দরে ২৫ শতক ভুমির উপর বালি ভরাট করছে।জানা গেছে,সুহিলপুর মৌজার সাবেক ৯৫৫ দাগে হাজী এমদাদুল হক জোর পুর্বক ভাবে নিজের প্রভাব খাটিয়ে নিরীহ অসহায় ইউনুছ মিয়ার ২৫ শতক নাল জমিতে বালি দিয়ে ভরাট করে ফেলে।
এ ব্যাপারে আক্কাস মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জজ সদর আদালতে একটি দেওয়ানী মোকদ্দমা দায়ের করেন যার নম্বর দেঃ ৫১৯/২১ইং।এ মোকদ্দমায় ৫৭ জনকে বিবাদী করা হয়েছে। গত ১৮ অক্টোবর মোকদ্দমার ৫৭ নং বিবাদী হাজী এমদাদুল হকের বিরুদ্বে অস্হায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন ইউনুছ মিয়ার আবেদনের প্রেক্ষিতে।
এ আদেশে বলা হয়েছে নালিশা বর্ণিত তফসীলে শান্তি শৃংখলা বজায় রাখা এবং পরবতী আদেশ না দেওয়া পর্যন্ত। আদালতের এই আদেশ অমান্য করে ৫৭ নং বিবাদী আরো ব্যাপক ভাবে জোরে সুরে কাজ শুরু করেন।
পরে গত ২৫ অক্টোবর বাদীর পক্ষে ইউনুছ মিয়া আদালতে দেওয়ানী কার্যবিধি আইনের অর্ডারের ৩৯ রুল ৭ মতে স্হানীয় পরিদর্শনের আবেদন করেন।আদালত তার আবেদনটি গ্রহন করে স্হানীয় ভাবে পরিদর্শনের আদেশ প্রদান করেন।
এর পর থেকেই বিবাদী এমদাদুল হক ইউনুছ মিয়াকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে হুমকী প্রদান করে ইউনুছ মিয়া জানাই।তিনি আরো জানান যে,এই মোকদ্দমাটি আপোষ না করে তাকে মেরে লাশ গুম করে ফেলবে বলে হুমকী দিয়ে যায়।