সরাইল যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ০৫:২২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
এহসানুল হক রিপনঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে। আজ সকাল ১০টায় সদ্য গঠিত যুবদলের কমিটির আহবায়ক আবু সুফিয়ান ও যুগ্ম আহবায়ক নূর আলমের নেতৃত্বে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রাত বাজারে গিয়ে শেষ হয়। এসময় তারা জাতীয় পার্টির সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধার বিরুদ্ধে বিভিন্ন ¯স্লোগান দিতে থাকে। উপজেলা যুবদলের কমিটির আহবায়ক আবু সুফিয়ান বলেন, জাতীয় পার্টির সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা বিএনপির স্থানীয় সাংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইয়া এবং বিএনপিকে নিয়ে কটাখ্য করে বক্তব্য দেন।
আমরা এর প্রতিবাদ জানাই। এডঃ জিয়াউল হক মৃধাকে ক্ষমা চাইতে বলেন। এই বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা বলেন, আমি রাজনৈতিক বক্তব্য দিয়েছি। আমি কাউকে কটাখ্য করে বক্তব্য দেই নাই। কারোর বিরুদ্ধে আমার কোন ব্যক্তিগত আক্রোশ নাই।