সুহিলপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান – মেম্বারদের দায়িত্ব

- আপডেট সময় : ১১:১৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২ ২৩২ বার পড়া হয়েছে
এহসানুল হক রিপনঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সুহিলপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে।
রবিাবর (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ৩নং সুহিলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ভুইঁয়া , মেজবাউল হক, হামদু মিয়া কামরুল ইসলাম, নিশি ঋষি , কাজি খোকন বাদল, মোবারক মিয়া, ফারুক মেম্বার। নিপা দত্ত, সুমি বেগম, শাম্মি আক্তার, সহ মেম্বরগন।
সুহিলপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ ভুইঁয়া অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ইউপি সচিব নাসির উদ্দিন পরিষদের পক্ষ থেকে দায়িত্ব বুঝে দেন। অপরদিকে সুহিলপুর ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর উপস্থিত থেকে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এহসানুল হক রিপন , মোঃ ফরিদ মিয়া , তপন দেব সহ নবনির্বাচিত ইউপি সদস্যগন।
নবনির্বাচিত চেয়ারম্যান হাজ্বী আব্দুর রশিদ ভুইঁয়া বলেন, আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় অত্র ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য উপস্থিত সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।