মোহপুরে বিদায়ী ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা নতুন এর দায়িত্ব গ্রহন

- আপডেট সময় : ১০:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ ১৬৭ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মো. ময়নাল হোসেনের দায়িত্ব গ্রহণ করেছেন। এবং সাবেক চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি মো.মোমেন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক যুগ্ন সচিব আবদুল মজিদ, বাংলাদেশ ব্যাংক এর ডিজিএম মো.কাশেদুল হক, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.আবদুল লতিফ মাস্টার,মোহনপুর পাবলিক কলেজের সভাপতি ব্যংকার আবদুল লতিফ, অধ্যক্ষ মো.অশিকুর রহমান,সাবেক অধ্যক্ষ মো.আবদুর রব মাঝি, তালতলা গ্রামের ইন্জিনিয়ার মো.খোরশেদ আলম, মোহনপুর গ্রামের মো.কাইয়ুম সরকার, কামরুল হাসান সরকার,মো.কাশেম ব্যাপাড়ী,ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি মো. সামসুল হক মাস্টার,কুরুইন গ্রামের মো.খলিলুর রহমান মাস্টার,আবু বকর সিদ্দিক,বাউড়া গ্রামের হাজী মো.মোসতাক আহম্মদ,বিহার মন্ডল গ্রামের মো.শাহাদাত হোসেন মাস্টার,ছোটনা গ্রামের আবদুল ছাত্তার খান,তালতলা গ্রামের মো.আবদুস ছালাম,মো.আমির হোসেন,ভৈষেরকুট গ্রামের মো.মোতাহের হোসেন মাস্টার,মো.রমিজ উদ্দিন প্রমুখ।
এসময় সাবেক ও বর্তমান ইউপি সদস্যসহ গন্যমান্য ও সাধারণ জনগণের উপস্থিতিতে এক অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন চেয়ারম্যান কে বরণ এবং ইউনিয়ন পরিষদের দায়িত্ব অর্পণ করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মো.ময়নাল হোসেনকে বিপুল ভোটে নির্বাচিত করায় অত্র ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য উপস্থিত সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি ।
তিনি বলেন আমার দল আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সকলের প্রচেষ্টায় ইউনিয়নের কাংখিত উন্নয়ন সহ ইউনিয়ন পরিষদ থেকে জনগনের জন্য নেওয়া সরকারের সকল সেবা নিষ্ঠার সাথে পৌঁছে দেওয়ার জন্য পরিষদের নির্বাচিত সকল সদস্যদের নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারী ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোহনপুর ইউনিয়ন এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এতে আলহাজ্ব ময়নাল হোসেন সতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয় হয়েছেন।
এর আগে দেবিদ্বার উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। গত রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তাঁদের শপথবাক্য পাঠ করান।