কয়রায় বাঁচতে চায় অন্ধ শামীম

- আপডেট সময় : ১২:১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ ১৮২ বার পড়া হয়েছে
সুন্দরবন কোলঘেঁষা কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামের মৃত আব্দুল হাকিম সরদারের মেঝ ছেলে, শামীম সরদার বাঁচতে চাই।
পরিবার সূত্রে জানা যায়, শামীম সরদার পেশায় ছিলেন একজন দিনমজুর দাম্পত্য জীবনে তিনি সুখে, শান্তিতে জীবন যাপন করতেন। হঠাৎ করে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হলে তার দুটো চোখ নষ্ট হয়ে যায়, তিনি হয়ে যান অন্ধ, এবং প্যারালাইসিস হয়েতার ডান পাশ পড়ে যায়, এসময় তার স্ত্রী তাকে ফেলে রেখে চলে যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের লোকজনের সকলের সাহায্যে এবং বিভিন্ন এলাকার মানুষের দেওয়া আর্থিক সাহায্যের ২০২০ সালে শামীম ব্রেন টিউমার অপারেশন হয়। কিন্তু তিনি এখনো ফিরে পায়নি তার চোখের আলো এখনো সেই প্যারালাইছেছ ভুগছেন অসহায় অন্ধ শামীম।
শামীমের পরিবারে কোন জায়গা জমি নেই নুন আনতে পান্তা ফুরায় পরিবারটির।
বর্তমানের শামীমের মা বিভিন্ন এলাকা থেকে ভিক্ষা এনে শামীমকে চিকিৎসা করাচ্ছে তারপরেও পরিবার থেকে শামীমের ঠিকমতো চিকিৎসা করানো হচ্ছে না বলে জানিয়েছে পরিবারটি।
সকলের দেওয়া সাহায্যে বাঁচতে পারে অন্ধ শামীম।
অন্ধ শামিম আমাদের প্রতিনিধি কে বলেন তিনি তার চিকিৎসার জন্য দেশবাসীর কাছে আর্থিক সাহায্য দাবি করেন, এ সময় তিনি বিশেষভাবে বলেন তিনি যেন তার দুটি চোখের আলো ফিরে পায়, এবং ব্রেন টিউমারের চিকিৎসা হতে পারে সেজন্য তিনি দেশ ও দেশের বাইরের সকলের কাছে আর্থিক সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করেছেন
সাহায্য পাঠানোর ঠিকানা অন্ধ শামিম
মোবাইল নং ০১৯৯৭২০২৩১১