কাভার্ড ভ্যানের চাপায় পত্রিকা হকার নিহত

- আপডেট সময় : ০২:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১ ১৬৯ বার পড়া হয়েছে
সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় এক পত্রিকার হকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে আশুলিয়ায় নবীনগর বাস স্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় ওই হকারের মৃত্যু হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
তবে ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা গেলেও এর চালক পালিয়ে যায়। নিহতের নাম রুহুল আমিন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার সদর থানায়।
আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর নতুন পাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। সে ৩৫বছর ধরে পত্রিকার হকার পেশায় কর্মরত ছিলেন।
এবিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘাতক কাভার্ড ভ্যানটি থানা হেফাজতে রাখা হয়েছে।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়ণা তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি এক্সিডেন্টাল ডেথ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।