আশুলিয়ায় স্বামী-স্ত্রীকে বেঁধে ডাকাতির অভিযোগ

- আপডেট সময় : ০৯:২০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ ১৬৩ বার পড়া হয়েছে
সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় দিনমজুর স্বামী স্ত্রীর হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এসময় ডাকাত চক্র ৩টি গরু ও স্বর্ণালংকার লুটে নিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বৃহস্পতিবার ভোর রাতে আশুলিয়ার ধলপুর এলাকার রসিদ শিকদারের ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শেরআলী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাত তিনটার দিকে পুলিশ পরিচয়ে ৫/৬ জনের একদল ডাকাত বাড়িতে ঢোকে। বাড়িতে ঢোকার পর তারা আমাকে ও আমার স্ত্রীকে রশি দিয়ে বেঁধে ফেলে।
এসময় চিৎকার করতে গেলে তারা গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে তারা আমার স্ত্রীর গলার স্বর্ণের চেইন, কানের দুল ও ৩টি গরু লুট করে নিয়ে যায়।
আমি রশিদ শিকদারের জমি ভাড়া নিয়ে কোন রকম একটা ঘর করে পরিবার নিয়ে বসবাস করে আসছি। প্রতিমাসে দুই হাজার টাকা জমির ভাড়া দেই। এখানে ভাড়া থেকে গরু পালন করে আমি আমার পরিবার চালাতাম।
ডাকাতি হওয়ায় আমি পরিবার নিয়ে পথে বসে গেছি। গরুগুলো ছিলো আমার শেষ সম্বল। পরিবার নিয়ে কিভাবে চলবো এই চিন্তায় আমি এখন দিশেহারা হয়ে পড়েছি। এবিষয়ে আশুলিয়া থানার (এ এসআই) মোঃ আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।