আশুলিয়ায় নিসচা’র র্যালী ও মানববন্ধন

- আপডেট সময় : ০১:৫৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ ১৮৮ বার পড়া হয়েছে
সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় নিরাপদ সড়কের দাবীতে র্যালী ও মানববন্ধন হয়েছে। শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে সংগঠনটির আশুলিয়া থানা কমিটির উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।
‘গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি’ এই স্লোগানে ঢাকা-আরিচা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ডের পাশে এই র্যালী ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন নিসচা’র আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ শাকিল আহম্মেদ।
এসময় তাঁরা মহাসড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহন চলাচল বন্ধের দাবি জানান।
এছাড়া মহাসড়কের পাশে অবৈধ পার্কিং বন্ধ, মহাসড়কে তিন চাকার বাহন চলাচল বন্ধ, হাইওয়ে পুলিশের নজরদারি বৃদ্ধি, মহাসড়কের পাশে বাজার/বাসস্ট্যান্ড/শিল্পকারখানার অন্তর্গত অংশে যানবাহনের সর্বোচ্চ গতিনির্দেশক চিহ্ন ও বাস্তবায়ন, সবার সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সড়ক আইন অমান্য করলে চালকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মহাসড়কে সব ট্রাক, ডাম্প ট্রাক চলাচল বন্ধসহ মহাসড়কে বিশৃঙ্খলতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টিকারী পরিবহনগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তাঁরা।
র্যালী ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিসচা’র থানা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন নিরব, সহ-সভাপতি মোঃ রানা, সাধারণ সম্পাদক মোঃ সীমান্ত, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হৃদয় হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মোকলেছুর রহমান, প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মোঃ কবির হোসেন ও সদস্য মোঃ বাকের শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।