গাজীপুরের শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

- আপডেট সময় : ০৭:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ ১৯১ বার পড়া হয়েছে
মাহফুজুর রহমান ইকবাল, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাওনা হাইওয়ে থানা গাজীপুর রিজিওন এর উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২২ অক্টোবর সকালে মাওনা উড়ালসেতুর দক্ষিণ পাশে”গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাওনা হাইওয়ে থানার পুলিশের উদ্যোগে র্যালী, লিফলেট বিতরন, মাইকিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শ্রীপুর শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক এস এম হেলাল’এর সঞ্চালনায় ও শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন,মাওনা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, মাওনা কমিউনিটি পুলিশিং ফোরাম’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্যরা।
এ সময় মাওনা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. কামাল হোসেন বলেন ২২শে অক্টোবর থেকে সপ্তাহব্যাপী নিরাপদ সড়ক পালন কর্মসূচীর অংশ হিসেবেই আমাদের এই প্রচারণা থাকবে।
এ ছাড়াও তিনি মহাসড়কে চলাচলকৃত সকল যানবাহন চালকদেরকে ড্রাইভিং এবং গাড়ীর লাইসেন্স, নিষিদ্ধ যান চলাচলের উপর নিষেধাজ্ঞাসহ সবধরনের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান ।