শ্রীপুরে মাজার থেকে ফেরার পথে যুবকের রহস্যজনক মৃত্যু

- আপডেট সময় : ০৩:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
মাহফুজুর রহমান ইকবাল, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাজারের অনুষ্ঠান শেষে নিজ বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম রুমান গত রাত পৌনে বারোটার দিকে ঢাকার একটি হাসপাতালে মারা যান ।
নিহত শফিকুল ইসলাম রুমান (৪০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের হোসাইন আলী আকন্দের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত রোববার দিবাগত রাতে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর চেরাগ আলী মাজারে সাপ্তাহিক অনুষ্ঠান হয়।
সেখানে অংশগ্রহণ করে বারোটার দিকে নিজ মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন রুমান। মাওনা-বরমী আঞ্চলিক সড়কের তেলিহাটি ইউনিয়ন ভুমি অফিসের পূর্ব পাশে পৌঁছলে পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে মাথায় ও পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থা অবনতি দেখা দিলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা যান রুমান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি উদ্ধার করা হলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।