শ্রীপুরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

- আপডেট সময় : ০৪:৫৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে
মাহফুজুর রহমান ইকবাল, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক খোরশেদ আলম খাঁনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৩১ অক্টোবর) বেলা এগারোটার দিকে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনন্দ টিভির শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আদনান মামুনের সভাপতিত্বে ও দৈনিক দিনকাল পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি বশির আহম্মেদ কাজলের সঞ্চালনায় মানববন্ধনে সাংবাদিকরা বলেন,আনন্দ টেলিভিশনের সাংবাদিক খোরশেদ আলম কাপাসিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন সংবাদ সংগ্রহের সময় ছবি তুলতে গেলে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় আহত হন।এইবিষয়টি সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।
সাংবাদিক নেতারা আরো বলেন, সাংবাদিকরা গণমানুষের কথা বলেন, সরকারের উন্নয়ন ও নানা অসঙ্গতি তুলে ধরেন। এতে জীবনের ঝুঁকি আছে জেনেও তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার থাকেন। কিন্তু বিগত সময়ের সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়ার কারণে দেশে প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন বাড়ছে। আর প্রতিনিয়তই নানান নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা।
মিথ্যা মামলা দিয়ে তাদের জেলে পাঠানো হচ্ছে। এতে দেশের বাকস্বাধীনতা খর্ব করা হচ্ছে। এসময় সাংবাদিক নেতারা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। এসময় শ্রীপুর উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।