শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

- আপডেট সময় : ০৫:২৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
মাহফুজুর রহমান ইকবাল, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সাতখামাইর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মোঃ মিঠুন (২০) কাপাসিয়া উপজেলার চৌড়াপাড়া গ্রামের হারিছ বেপারীর সন্তান। উপজেলার সাতখামাইর এলাকার চেরাগ আলী মাজারের সামনে ৩১ অক্টোবর রবিবার সকাল ১০টায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সিমেন্টের খুঁটিতে ধাক্কা লাগে।
পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার শফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যান।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে