গাজীপুরের শ্রীপুরে আজিজ কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

- আপডেট সময় : ১০:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
মাহফুজুর রহমান ইকবাল, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার আজিজ কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার ৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, মুলাইদ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লাগে।খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস গাজীপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট একযোগে কাজ করছে।
কারখানা সূত্রে জানা গেছে, কারখানার ব্লিচিং পাউডার রাখার জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ।তিনি।