নির্বাচন ও আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

- আপডেট সময় : ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১ ২০৮ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্টঃ নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের আলোক’বালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে’ছেন আরও ২০ জন।
আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে আলোক’বালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আলোক’বালী ইউনিয়নের রিপন মোল্লা ও আবুল খায়ের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রিপন মোল্লা পক্ষের আমির হোসেন (১৮), আশরাফুল (৩০) ও খুশু বেগম (৩৫) গুলি’বিদ্ধ হন।
দুই পক্ষের টেটা ও গুলি’বিদ্ধ হয়ে আহত হন ২০জন। আহত’দেরকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের শরীর থেকে গুলি বের করে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন।
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে অভি’যোগ করেনি বলে জানায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ঘট’নার সত্যতা নিশ্চিত করেছেন।