শ্রীপুরে প্রতিবন্ধী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরণ করা হয়

- আপডেট সময় : ১২:৩২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১ ১৬৪ বার পড়া হয়েছে
মাহফুজুর রহমান ইকবাল, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মুজিববর্ষ উপলক্ষে শ্রীপুরে প্রতিবন্ধী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, কম্বল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার(২ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে মাওনা ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এসব বিতরণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সিকদার হারুন অর রশিদ প্রমূখ।এছাড়াও শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সকল শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, প্রতিবন্ধী অসহায় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের সাথে স্বজনরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ফরহাদ জানান, আমাদের শিক্ষকদের নিজস্ব তহবিল থেকে ১৬৬ টি প্রথমিক বিদ্যালয়ের মধ্যে ৪জন প্রতিবন্ধীকে ও ৭০জন গরীব অসহায় শিক্ষার্থীকে কম্বল প্রধান করা হয়।