শ্রীপুরে ইয়াবাসহ মাদক কারবারি সাদ্দাম গ্রেফতার

- আপডেট সময় : ০১:১৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ ১৩৮ বার পড়া হয়েছে
মাহফুজুর রহমান ইকবাল, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে গাজীপুর নতুন বাজার এলাকা থেকে সাদ্দাম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।
সাদ্দাম ,আলাল উদ্দিন এর ছেলে , ৮ বছর পূর্বে বরিশাল জেলা থেকে এসে গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ভাড়া থেকে বসবাস করতে থাকে । প্রথমে স্থানীয় হোটেল এবং বেকারি, সর্বশেষ ওয়াইফাই এর লাইনম্যান হিসাবে কাজ করতো। ১৩ ডিসেম্বর সকাল ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর নতুন বাজার এলাকা থেকে এ এস আই খোরশেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ২০ পিছ ইয়াবা সহ আটক করে।
৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাবুদ্দিন ঢালী জানান, মাদকের সাথে জড়িত থাকার তথ্য পাওয়ায় সামাজিকভাবে অনেকবার নিষেধ করা হয়েছে, পাশাপাশি মাদকের বিরুদ্ধে যুব সমাজকে রক্ষার জন্য সামাজিক আন্দোলনের পক্ষে কাজ করছি।
গাজীপুর বাজার ওয়েবলিং কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানান,সাদ্দাম মাদকাসক্ত জানার পরেই তাকে আমার প্রতিষ্ঠান থেকে চাকরীচ্যুত করি। এসময় স্থানীয় লোকজন কবির তালুকদার সহ অনেকেই উপস্থিত ছিলো।
এস আই খোরশেদ জানান,২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সাদ্দাম হোসেন নামের মাদক কারবারি কে ধরে আইনগত ব্যবস্থার জন্য মামলার প্রস্তুতি চলছে।