শ্রীপুরে মিথ্যা মামলা হতে অব্যাহতি চেয়ে সতন্ত্র প্রার্থীর মানববন্ধন

- আপডেট সময় : ১১:৫৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২ ১৩৪ বার পড়া হয়েছে
মাহফুজুর রহমান ইকবাল, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও কর্মী সমর্থক দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন।
রবিবার (২জানুয়ারী) বিকেলে বরমী বাজারে পল্টন মোড়ে কর্মী সমর্থকদের সাথে নিয়ে এ মানববন্ধন করেন তিনি। দলীয় মনোনয়ন বঞ্চিত আওযামীলীগের বিদ্রোহী প্রার্থী , শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামীলীগ থেকে সদ্য বহিষ্কৃত ও নৌকা প্রতিকের নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগে মামলার আসামি হয় তোফাজ্জল হোসেন।
নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রার্থী হিসেবে নিজ নাম ও কর্মী সমর্থকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানান। তিনি।
উল্লেখ্য নৌকা প্রতীকের অফিস ভাঙচুরের অভিযোগে স্বতন্ত্রপ্রার্থী তোফাজ্জল হোসেন ও তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন নৌকার চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ।