আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের শপথ

- আপডেট সময় : ১২:১৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২ ১৭৬ বার পড়া হয়েছে
সাভার প্রতিনিধিঃ আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার মমতাজ জেনারেল হাসপাতালে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এসময় শপথ বাক্য পাঠ করান সংগঠনটির প্রধান উপদেষ্টা ও আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন জয়। সভাপতি পদে মোঃ জহুরুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসানসহ এই নবগঠিত কমিটির সদস্য বৃন্দ এসময় শপথ গ্রহণ করেন।
আগামী দিনে সংগঠনটি সুসংগঠিত ভাবে পরিচালনা করবেন বলে আস্বস্ত করেন নব গঠিত কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান মিঠু পহলান, ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাবেক সভাপতি এবিএম জাহাঙ্গীর আলম স্বপন, মোঃ আওরঙ্গজেব কামাল, মোঃ জাহাঙ্গীর আলম রাজু, মোঃ মোতালেব, পাপ্পু ও মোঃ বশিরসহ আরও অনেকে।