শ্রীপুরে ৬ ডাকাত গ্রেফতার, লুন্ঠিত মালামাল উদ্ধার

- আপডেট সময় : ০৭:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২ ১৬০ বার পড়া হয়েছে
মাহফুজুর রহমান ইকবাল, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বেলতলী এলাকায় মো: আতাউর রহমান মেম্বার এর বাড়ীতে ১৩/০২/২২ তারিখ রাত অনুমান ০৩.০০ ঘটিকার সময় ডাকাতি হইলে শ্রীপুর থানায় মামলা নং ২৬, তাং ১৩/০২/২২ ইং, ধারা ৩৯৫/৩৯৭ পিসি রুজু হয়।
মামলাটি পুলিশ সুপার মহোদয় তদন্তের জন্য জেলা ডিবিতে হস্তান্তর করেন। গাজীপুর জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, ডিবি জনাব আমিরু হোসেন এর নেতৃত্বে এসআই মো: শহিদুল ইসলাম মোল্লা-বিপিএম সহ ডিবির সকল অফিসারদের সার্বিক সহায়তায় দুর্ধর্ষ আন্ত:জেলা ডাকাত ১। আলী আকবর (২৫), ২। মকবুল ওরফে মনির (৩৪), ৩।একলাস মিয়া ওরফে কাউসার(৩২), ৪।আলী আকবর (২৫), ৫। মকবুল ওরফে মনির (৩৪), ৬। শরিফুল ইসলাম(২৮)দেরকে গ্রেফতার করা হয়।
ডাকাতদের দখল হইতে বাদির লুন্ঠিত ১টি মোবাইল, ২টি শাড়ি সহ বেশকিছু মোবাইল উদ্ধার করা হইয়াছে। বর্নিত ডাকাতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইলে ০৩ জন ডাকাত বিজ্ঞ আদালতে নিজেদের দোষ স্বীকার করিয়া ফৌ: কা: বি: ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করিয়াছে।
অবশিষ্ট মালামাল সহ পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। আসামী চান্দু এর নামে ২২টি ডাকাতি মামলা সহ অন্যান্য আসামীদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রহিয়াছে।