শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন

- আপডেট সময় : ১১:৪৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১ ১৯৪ বার পড়া হয়েছে
মাহফুজুর রহমান ইকবালঃ শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি সরাসরি কাউন্সিলরদের ভোটে গঠন করা হয়েছে। আলহাজ্ব শাহজাহান ফকির আহবায়ক ও আক্তারুল আলম মাস্টার সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
৮ অক্টোবর (শুক্রবার) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ও গাজীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে শ্রীপুর উপজেলা বিএনপির ৮টি ইউনিয়নের ৫জন করে মোট ৪০ জন ভোটারের মধ্যে ৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের একজন ভোটার ইতোমধ্যে মারা যাওয়ার কারনে তার ভোট স্থগিত রাখা হয়। ফলাফলে শাহজাহান ফকির ১৮ ভোট পেয়ে আহবায়ক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুল মোতালেব পেয়েছেন ১৭ ভোট। অন্যদিকে ২১ ভোট পেয়ে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোঃ আক্তারুল আলম মাস্টার।
তার নিকটতম প্রতিদ্বন্ধী মশিউর রহমান টিটু পেয়েছেন ১৫ ভোট। নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল বাবুল, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী সায়েদুল আলম বাবুল প্রমূখ।
জেলা বিএনপির সদস্য সচিব কাজী সায়েদুল আলম বাবুল বলেন এ আহ্বায়ক কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে আমাদের কাছে কমিটির তালিকা দিবেন। এছাড়াও আগামী ৯০ কর্মদিবসের মধ্যে উপজেলার সকল ওয়ার্ডসহ একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।