দুটি জেলে ট্রলারের মুখোমূখি সংর্ঘষ, এক জেলে নিখোঁজ

- আপডেট সময় : ০৮:১৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে
নড়াইলের কালিয়ায় দুটি মাছ ধরার ট্রলারের মুখোমূখি সংর্ঘষে অলক বসু(৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে।
রোববার (৯ জুলাই) ভোর চারটার দিকে কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর ভোমবাগ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ অলক বসু উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের শুক্তগ্রামের ঠান্ডা বসুর ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কালিয়া থেকে খুলনা অভিমূখে একটি মাছ ধরা ট্রলার অপর দিক ধেকে আসা অপর একটি ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একটি ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের তিন জন জেলে সাঁতার কেটে তীরে আসে। তবে অপর ট্রলারটি না ডুবলেও ওই ট্রলারে থাকা অলক বসু নিখোজঁ হয়।
দূর্ঘটনার খবর পেয়ে দুপুর ১টার দিকে বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ির সদস্য ও দুপুরের দিকে খুলনা থেকে আগত ফায়ার সার্ভিসের ডুবুরির দল সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাসি করেও নিখোঁজ অলক বসুর কোন সন্ধান পায়নি। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করছে ডু্বুরিরা।
নিখোঁজ অলক বসুর শ্যালক রাজিব বিশ্বাস বলেন, দাদাবাবু খুলনার আড়তে মাছ বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছিলো। ট্রলারে সে একা-ই ছিলো। এখনো তার কোন খোজঁ পাওয়া যায়নি।
বড়দিয় নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) লোকমান হোসেন বলেন, ট্রলার ডুবির খবর পেয়ে আমরা সহ ফায়ার সার্ভিস একসাথে উদ্ধার অভিযান করেছি। সন্ধ্যা ৭টার দিকে আজকের মতো অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল আবারো নিখোঁজ ব্যাক্তির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হবে। ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরীদল।