সর্বশেষ ::
মোংলায় সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে সুজনের মানববন্ধন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১ ১৫৫ বার পড়া হয়েছে
আলী আজীম, মোংলা প্রতিনিধিঃ সচেতন,সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এ প্রতিপাদ্যে মোংলায় সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শহরের কেন্দ্রীয় মন্দিরের সামনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) মোংলা’র আয়োজনে ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র মোংলার কর্মকর্তা,সদস্য ও স্থানীয় গনম্যান ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা অবিলম্বে বন্ধ করে সহিংসতার ঘটনাগুলোয় জড়িতদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিচারিক প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।