কুষ্টিয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

- আপডেট সময় : ০৪:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ ১৮০ বার পড়া হয়েছে
মোঃরবিউল ইসলাম হৃদয়,কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী আবু বক্কর সিদ্দিক (৫২) র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। র্যাব জানায়, গত ২৪ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ আনুমানিক রাত সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন দরবেশপুর পূর্বপাড়া গ্রামের রাজু আহমেদ (৩২) কে তার নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যা করা হয়।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটে বলে জানা যায়। হত্যাকান্ডটি দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় নিহতের ভাই মোঃ শাহীন বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় ০১(এক) টি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৩৩, তারিখ-২৫/০৯/২০২১ খ্রিঃ। ধারা: ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬/১৪৮/৩৮ পেনাল কোড।
মামলা হওয়ার পর থেকে র্যাব ঘটনার সাথে জড়িত আসামীদের’কে গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর ২০২১ ইং তারিখ আনুমানিক সন্ধা ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুনের এজাহার নামীয় পলাতক ১নং আসামী আবু বক্কর সিদ্দিক (৫২) কে ঢাকা মহানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উক্ত আসামীকে মামলাটির তদন্তকারী সংস্থা সিআইডির নিকট হস্তান্তর করা হয়েছে।