কালিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

- আপডেট সময় : ১২:০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২ ১৭৭ বার পড়া হয়েছে
মোঃবাবর আলী, নড়াইলঃ “মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় নড়াইল সমাজ অধিদপ্তর এর আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
রবিবার (২রা জানুয়ারি) সকাল ১১টায় জেলার কালিয়া সমাজ সেবা অফিস হতে এ দিবসটি উপলক্ষে একটি রেলি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে কালিয়া উপজেলায় এসে শেষ হয়। এ সময় দিবসটি উপলক্ষে মাস্ক বিতরন করে কালিয়া সমাজ সেবা অফিস।
এছাড়াও জাতায় সমাজ সেবা দিবস উপলক্ষে কালিয়া উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন,কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআরিফুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভিন নিরী,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজল মল্লিক, সমাজ সেবা কর্মকর্তা মোঃরফিকুল ইসলাম, তথ্য কর্মকর্তা রাবেয়া বসরি,স্হানীয় সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গে।
আলোচনা সভায় সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, উপজেলা সমাজ সেবা অফিসের আওতায় মোট ২১ ধরনের সরকারি ভাতা প্রদান করা হয়ে থাকে। উল্লেখযোগ্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, অনগ্রসর ভাতা, অনগ্রসর শিক্ষা ভাতা,শিক্ষা উপবৃত্তি ভাতা উল্লেখযোগ্য।
তিনি আরো জানান, উপজেলা সমাজসেবা অফিসের আওতায়, প্রায় সাড়ে ১৯ হাজার ভাতা ভোগী ঘরে বসেই ভাতা সুবিধা ভোগ করছেন।