মোংলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

- আপডেট সময় : ১১:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২ ১১৮ বার পড়া হয়েছে
আলী আজীম, মোংলা, বাগেরহাটঃ মোংলা পোর্ট পৌরসভা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি নং- ১০৪৮) ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৮টায মোংলা পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় দিনভর বিরতীহীন ভাবে
ভোট গ্রহনের পর সন্ধ্যা ৬ টায় শেষ হয়।
বিনাপ্রতিদ্বন্দ্বীতায় দপ্তর সম্পাদক পদে মোঃ নুর আলী ও ক্রিড়া সম্পাদক পদে মোঃ বেল্লার নির্বাচিত হওয়ায় এ নির্বাচনে ১৫ পদের বিপরিতে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুর রাজ্জাক ভ্যান গাড়ী প্রতীকে ৫২৭ ভোট পেয়ে ১ম ও মোঃ লিটন শেখ মাছ প্রতীক নিয়ে ৪৫৬ ভোট পেয়ে ২য় হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ হাসু মিয়া টুপি প্রতিকে ৪২৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ ছলেমান সরদার জাহাজ প্রতিকে ১৭২, মোঃ বেল্লাল গাজী তালা প্রতীকে ২৯৩ ও মোঃ হারুন সরদার মিনার প্রতীকে ২৪৬ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মোঃ আঃ জব্বার কলম প্রতীকে ৬৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ ইউসুফ আলী বই প্রতিকে ৪৪৬ ভোট পেয়েছে।
প্রচার সম্পাদক পদে মোঃ মোয়াজ্জেম হোসেন মাইক প্রতীকে ৫১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ রিপণ টেলিভিশন প্রতীকে ২৬৫ ও মোঃ শহিদুল ফুটবল প্রতীকে ৩৮৯ ভোট পেয়েছে।
মেম্বার পদে মোঃ ওবায়দুল মল্লিক টেবিল প্রতীকে ৪৬৯ ভোট পেয়ে ১ম, মোঃ মহিদুল ইসলাম বাবু খেজুরগাছ প্রতীকে ৪৪৫ ভোট পেয়ে ২য়, মোঃ আকবর ফুলদানী প্রতীকে ৪১৩ ভোট পেয়ে ৩য়, লিটন মোল্লা গাভী প্রতীকে ৩৫৯ ভোট পেয়ে ৪র্থ, মোঃ নাছির কবুতর প্রতীকে ৩৩৭ ভোট পেয়ে ৫ম ও মোঃ বাবুল ফুলের মালা প্রতীক নিয় ৩৩২ ভোট পেয়ে ৬ষ্ঠ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সকাল থেকে ভোটার উপস্থিত কম হলেও বেলা বাড়ার সাথে সাথে দলে দলে ভোট কেন্দ্র প্রবেশ করতে দেখা গেছে। নির্বাচনে বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যর উপস্থিত লক্ষ্য করা গেছে।
নির্বাচন কমিটির চেয়ারম্যান মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান ও সদস্য সচিব ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন জানান, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়। স্বচ্ছ ব্যালটের মাধ্যমে ২২৯৬ জন ভোটারের মধ্যে ১হাজার ২শ’৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।