সর্বশেষ ::
কালিয়ায় সরকারী গাছ কাটার অভিযোগ!

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২ ১২৮ বার পড়া হয়েছে
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার শুড়ীগাতি গ্রামের বিধান চন্দ্র দাশ (৬০) এর বিরুদ্ধে রাস্তার পাশের সরকারি মেহেগনী গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কয়েকদিন পূর্বে তিনি আনুমানিক ৪০/৫০ হাজার টাকা মূল্যের ওই গাছটি কেটেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
বিধান চন্দ্র দাশ ওই গ্রামের মৃত ডাঃ জিতেন্দ্র নাথ দাশের ছেলে। সোমবার (৭ মার্চ) সরেজমিনে গেলে বিষয়টি অবগত হয়ে অভিযুক্ত বিধান দাশকে বিনা অনুমতিতে সরকারি গাছ কাটা বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করে সটকে পড়েন।
এই বিষয়ে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম বলেন, অনুমতি ছাড়া সরকারী গাছ কাটা অপরাধ। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।