ধর্ম পরিবর্তন করে বিয়ে ৩ বছর সংসার; স্ত্রী’র স্বীকৃতি না দেয়ায় স্বামী শ্রীঘরে

- আপডেট সময় : ০৭:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্টঃ নেত্রকোনা’র মদনে আত্মহত্যার চেষ্টা আর অনশনের পরেও স্ত্রীর স্বীকৃতি মেলেনি গার্মেন্ট’কর্মী এক তরুণীর। অবশেষে স্ত্রীর ধর্ষণ, অবৈধ গর্ভ’পাত, বিশ্বাস ভঙ্গ ও সাধারণ জখমের মামলার প্রেক্ষিতে সেই স্বামী তাপস চন্দ্র বিশ্বাস’কে পুলিশ মঙ্গলবার শ্রীঘরে পাঠায়।
সোমবার তাকে গ্রামের বাড়ি থেকে গ্রেফতা’র করে পুলিশ। ওই গার্মেন্ট’কর্মী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তাপস চন্দ্র উপজেলার কাইটাইল ইউনিয়নের কেশজানি গ্রামের সুধাংশু বিশ্বাসে’র ছেলে।
তাপস চন্দ্র বিশ্বাস নিজের ধর্ম ও পরিচয় গোপন করে প্রতারণা’র মাধ্যমে ইসলামী শরিয়াহ মোতাবেক মুসলিম এই তরুণী’কে বিয়ে করেন। তাদের ৩ বছর সংসার করার পর এখন স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকৃতি জানালে আত্ম’হত্যার চেষ্টা চালান ওই তরুণী। এরপরও স্বামীর মন গলেনি।
অবশেষে সোমবার রাতে ওই তরুণী ধর্ষণ ও বিশ্বাস ভঙ্গের মামলা দায়ের করলে তাপস চন্দ্র বিশ্বাস’কে গ্রেফতার দেখি মঙ্গলবার নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করে পুলিশ। ওই তরুণী’র বাড়ি শেরপুর সদর উপজেলায়।
মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, সোমবার রাতে ধর্ষণ, অবৈধ গর্ভ’পাত, বিশ্বাস ভঙ্গ ও সাধারণ জখমের অভিযোগ এনে ওই তরুণী তাপস চন্দ্র বিশ্বাস ও তার ভগিনীপতি রঞ্জিত’কে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
এ মামলায় তাপস চন্দ্র বিশ্বাসকে মঙ্গল’বার নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হয়েছে। ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্র’কোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।