ময়মনসিংহের ৫৫৩ ভূমিহীন পরিবার ঘর পেয়ে ঈদ আনন্দ আকাশ ছোঁয়া

- আপডেট সময় : ১০:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ ২১৮ বার পড়া হয়েছে
আলমগীর সরকার, ময়মনসিংহঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদের উপহার হিসেবে ময়মনসিংহে ৫৫৩টি ভূমিহীন পরিবার পেয়েছেন জমি ও ঘর।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী উদ্বোধনের পরই জেলায় আনুষ্ঠানিকভাবে জমির দলিল এবং ঘরের চাবি উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
ময়মনসিংহ সদর উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– পুলিশ সুপার আহমার উজ্জামান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১৯৫০টি ভূমিহীন পরিবারের হাতে দুই শতক জমি ও ঘর দেওয়া হয়েছে। ময়মনসিংহ জেলায় ২৯০৫টি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।