পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে হোটেল ভাড়ায় ৭০ শতাংশ ছাড়!

- আপডেট সময় : ০৬:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ ২৪৫ বার পড়া হয়েছে
শাহজাহান চৌধুরী শাহীন, স্টাফ রিপোর্টার, কক্সবাজারঃ বিশ্ব পর্যটন দিবসকে সফল করতে ৭ দিন ব্যাপী আয়োজনে কক্সবাজারের সব হোটেল-মোটেল ও রেস্তোরাঁ গুলোতে রয়েছে ৩০-৭০ শতাংশ মুল্য ছাড়। পর্যটক তথা অতিথিদের দেওয়া হচ্ছে বিশেষ কিছু সুবিধা।
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে সফল করতে (২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত) পর্যটনের নতুন ভাবনা’, এই পতিপাদ্য নিয়ে ৭ দিন ব্যাপী পর্যটন মেলার আয়োজনে করেছে কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটি। কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে বসছে আনন্দ-উৎসবের এ মেলা।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ২৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টায় লাবণী পয়েন্টে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত সাতদিন ব্যাপী পর্যটন মেলা ও বীচ কার্নিভালের বিষয়ক প্রেস ব্রিফিংয়ে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরও বলেন, পর্যটন নগরী কক্সবাজারে দিনের চেয়ে রাতে পর্যটক বাড়ানো দিকে এগুচ্ছে। এনিয়ে ট্যুরিস্ট পুলিশ ও বীচ ম্যানেজমেন্ট কমিটি কাজ করছে।
ব্রিফিংয়ে কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ বলেন, বিশ্বের বুকে দীর্ঘতম সমুদ্র সৈকতকে তুলে ধরতে ও কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে এই আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, কক্সবাজারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে একটু ভিন্নতা এনেছে জেলা প্রশাসন। ২৭ সেপ্টেম্বর সুগন্ধা থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত ২ হাজার মানুষের অংশ গ্রহণে বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান আরও বলেন,পর্যটন দিবসের এবারের সপ্তাহব্যাপী আয়োজনে থাকছে পর্যটন মেলায় ২০০ টি স্টল অংশ নিচ্ছে। এছাড়াও পর্যটন বিষয়ক রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন , ঘুড়ি উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানগেম, ক্ষুদ্র -নৃ -তাত্ত্বিক উৎসব, ফানুস উৎসব, ম্যাজিক শো, আতশবাজি, ডিজে শো ও কনসার্ট। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় মানের তারকা শিল্পীরা অংশ নিবেন।
হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাসেম সিকদার বলেন,সপ্তাহ ব্যাপী আয়োজনে বিশেষ আকর্ষণে থাকছে কক্সবাজারের হোটেল-মোটেল গুলোতে অতিথিরা ভাড়ায় ৩০-৭০ শতাংশ ছাড় । এছাড়াও সকল হোটেল- রেস্তোরাঁয় খাবার ৫০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সপ্তাহ ব্যাপী পর্যটন মেলা চলবে ৩ অক্টোবর পর্যন্ত। কক্সবাজারের সপ্তাহব্যাপী পর্যটন মেলার সদস্যসচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান আরও বলেন, ‘আমরা কক্সবাজারকে ব্র্যান্ডিং করতে চাই।
আমরা চাই কক্সবাজারের প্রকৃতিকে অক্ষুণ্ন রেখে দেশ-বিদেশের ভ্রমণপিপাসু পর্যটকরা এখানকার প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশ স্বাচ্ছন্দ্যে উপভোগ করুক।’
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বিভীষন কান্তি, অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মিজানুজ জামান, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহম্মেদ, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য রেজাউল করিম, এড. রণজিৎ দাশসহসিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে মেলা উপলক্ষে বিশেষ টি শার্টের মোড়ক উম্মোচন করা হয়।