সিরাজগঞ্জে শেখ রাসেল এর জন্মবার্ষিকী পালিত

- আপডেট সময় : ০১:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১ ১৪১ বার পড়া হয়েছে
সোহাগ হাসানঃ শেখ “রাসেল জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস ” এই স্লোগান কে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মবার্ষিকী ও রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) শহীদ এ, কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা, সেমিনার, পুরস্কার বিতরণ ও কেক কেটে জন্মদিন পালন করে।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, সিরাজগঞ্জ জেলার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড: কে এম হোসেন আলী হাসান, ভারপাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ, টি এম সোহেল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার শফিকুল ইসলাম শফি, এনএসআই যুগ্ন- পরিচালক আবু তাহের মোহাম্মদ পারভেজ, জেলা আনসার কমন্ডার সিফাত ই খোদা, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী ইসহাক আলী, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : আনোয়ার পারভেজ, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড: কাজী সেলিনা পারভিন পান্না,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হাসনা হেনা সহ বিভিন্ন কর্মকর্তা ও প্রিন্ট ও মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্ততারা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ছিলেন নিশপাপ শিশু। আজ শেখ রাসেল যদি বেঁচে থাকতো তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তিনি একজন উন্নয়ন মূলক অগ্রনী ভূমিকা রাখতো।