বাংলাদেশ প্রাইভেট কিনিক এন্ড ডাায়াগনষ্টিক অনার্স এসোসিয়েশন পাবনার নির্বাচনী তফশীল ঘোষণা

- আপডেট সময় : ০৯:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ ১৩৭ বার পড়া হয়েছে
পাবনা প্রতিনিধি: বাংলাদেশ প্রাইভেট কিনিক এন্ড ডাায়াগনষ্টিক অনার্স এসোসিয়েশন পাবনা জেলা শাখার ২০২২-২০২৩ নির্বাচনী তফশীল ঘোষণায় অনুযায়ী আজ বিকেল ৪টায় জেলা শাখা কার্যালয়ে ২১ সদস্যর মনোনায়ন ফর্ম জমা দিয়েছে বাংলাদেশ প্রাইভেট কিনিক এন্ড ডাায়াগনষ্টিক অনার্স এসোসিয়েশন জেলা শাখা নিবার্চন বোর্ড’র চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ ইসমাইল হোসেন খান (টিপু) এর কাছে।
মনোনায়ন জমা শেষে মতবিনিময় সভা অনুষ্টিত হয় সভায় শফিক স্পেশালাইজ হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্স লিমিটেডের চেয়ারম্যান মোঃ শফিককুল ইসলাম’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রুপসী বায়লা কিনিক’র চেয়ারম্যান মোঃ শিমুল বিশ্বাস,
ভাঙ্গুরা হেলথ কেয়ার লিটেডের চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার, আরাবী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার’র চেয়ারম্যান মোঃ মোঃ কামরুল হাসান লিটন, প্রিয়াঙ্গন ডায়াগনষ্টিক সেন্টার’র চেয়ারম্যান মোঃ সেলিম আহমেদ, পাবনা মেডিক্যাল কনসালটেশন সেন্টার’র চেয়ারম্যান আব্দুল নজরুল ইসলাম,
পদ্মা ডায়াগনষ্টিক সেন্টার’র চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম, নিউহলি কেয়ার জেনারেল হাসপাতাল মোঃ গোলাম মোস্তাফা, ডাঃ গাফফার ডায়াগনষ্টিক সেন্টার’র চেয়ারম্যান, ডাঃ ইসমত আরা পপি, ডেমরা মর্ডাণ ডায়াগনষ্টিক সেন্টার’র চেয়ারম্যান মোঃ সোহেল রানা, একাতা ডায়াগনষ্টিক সেন্টার’র চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,
পাবনা মেন্টাল কিনিক (প্রাং) এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শরিফ,ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার’র চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান, আলেয়া হাসপাতাল (কিনিক) মোঃ আলমগীর হোসেন, সিটি হেলথ এইড হাসপাতাল’র চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ(পলাশ), ডিজিটাল হাসপাতাল’র চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল-হারুন,
আমেনা মেমোরিয়াল হাসপাতাল’র চেয়ারম্যান মোঃ শামসুর রহমান (বানী), হেলথ কেয়ারকিনিক’র চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক(বাবলু), ফেয়ার হাসপাতাল’র চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান, ইছামতি কিনিক’র চেয়ারম্যান মোঃ তুষার রহমান। মতমিনিময় শেষে বাংলাদেশ প্রাইভেট কিনিক এন্ড ডাায়াগনষ্টিক অনার্স এসোসিয়েশন জেলা শাখা নিবার্চন বোর্ড’র চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ ইসমাইল হোসেন খান (টিপু) বলেন, নির্বাচনী তফশীল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।